ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের কয়েক দফা সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওর বেষ্টিত পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে এই সংঘর্ষ বাধে। থেমে থেমে বেলা ১১টা পর্যন্ত এই চলে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুরআলী-আইয়ুব ও মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে উভয় গ্রুপের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপরই দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

আহতরা হলেন- মনির হোসেন, রনি মিয়া, মাহফুজ মিয়া, বোরহান উদ্দিন, রুবেল, ফারুক, রামিম। বাকি দুই জনের নাম জানা যায়নি। আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি হয়ে নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে জড়িত থাকার দায়ে পাঁচ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।