পুকুর ঘাটে পড়ে আছে স্যান্ডেল, বেঁচে নেই দুই ভাই

পুকুর ঘাটে বসে খেলছিল হাসান ও হোসেন। হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় হাসান। তা দেখে বাঁচাতে নেমে পড়ে হোসেন। এতে দুই ভাইয়েরই মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর ঘাটে পড়ে থাকা স্যান্ডেল দেখে তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা। 

শনিবার (৫ আগস্ট) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই হলো—মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।

বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘হাসান ও হোসেনের বাবার বাড়ি মুরাদনগরে। এক বছর আগে তাদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে ঘোষগাঁও গ্রামে বাড়ি করার জন্য জমি কিনে রেখে যান। বাড়ি করার সময় জমির এক পাশে পুকুর কেটে ঘরের ভিটা বানান তাদের মা। পুকুরটি অনেক গভীর। শনিবার দুপুরে পুকুর ঘাটে বসে খেলছিল দুই ভাই। হঠাৎ এক ভাই পুকুরে পড়ে গেলে আরেক ভাই বাঁচাতে নেমে যায়। এতে দুই জনেরই মৃত্যু হয়েছে। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি মর্মান্তিক।’ 

চেয়ারম্যান আরও বলেন, ‘খবর পেয়ে আমি তাদের বাড়িতে এসেছি। এসে দেখি দুই জনের স্যান্ডেল পুকুর ঘাটে পড়ে আছে। পুলিশকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করবো।’

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। স্বজনদের কোনও অভিযোগ না থাকলে আবেদনের ভিত্তিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।’