সাপসহ হাসপাতালে সাপে কাটা রোগী

সাপের কামড় খেয়ে জীবিত সাপটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৈকত আলী নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর হাসপাতালে তি‌নি ভ‌র্তি হন।

সাপের কামড়ে আহত সৈকত আলী (৩৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

আহতের ভাগনে মো. জিন্নাত আলী জানান, তার মামা (সৈকত) সকালে শ্রমিকের কাজ করতে পার্শ্ববর্তী এলাকায় যান। সেখানে বাঁশের বোঝা (আঁটি) কাঁধে নিলে বাঁশের ভেতর থে‌কে এক‌টি সাপ তার মামার গলার পেছনে কামড় দেয়। এ সময় কামড় দেওয়া সাপটি তি‌নি ধরে ফেলেন এবং চট্টগ্রা‌মের সাতকা‌নিয়ার শীলঘাটা এলাকা‌টি বান্দরবান থে‌কে কা‌ছে হওয়ায় সাপসহ বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, ‘সাপে কাটা রোগী সৈকত আলীকে অবজারভেশনে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। তবে সাপটি তেমন বিষাক্ত নয় বলেও ধারণা করা হচ্ছে।’