অস্ত্র মজুতের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত চান্দিনার রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লার চান্দিনা উপজেলার রাজনীতির মাঠ। আওয়ামী লীগের দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি অস্ত্র মজুতের অভিযোগ উঠেছে। একপক্ষে আছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত। অপরদিকে মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু।

জানা গেছে, শনিবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু তার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে অস্ত্র মজুত, প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা ও এক শতাংশ সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। এরপরই প্রতিক্রিয়া জানায় এমপি গ্রুপের নেতাকর্মীরা। তারা রবিবার (৩ ডিসেম্বর) চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টা প্রতিবাদ সভা ডাকেন।

এই প্রতিবাদ সভায় চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মফিজুল ইসলাম বলেন, ‘মুনতাকিম আশরাফ টিটু উপজেলা সভাপতি হয়ে বিগত বেশ কয়েকটি নির্বাচনে প্রতিপক্ষের লোকজনকে অস্ত্র ঠেকিয়েছেন। তার ব্যবহৃত অস্ত্রগুলো চান্দিনাতে রয়ে গেছে। যে কারণে অস্ত্রের তথ্য তার কাছেই আছে। সে নিজে অবৈধ অস্ত্র ব্যবহার করে। উল্টো আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি মো. মনির খন্দকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তারসহ নেতাকর্মীরা।

অস্ত্র মজুতের বিষয়ে আওয়ামী লীগ নেতা মুনতাকিম আশরাফ টিটু বলেন, ‘আমি তথ্যপ্রমাণের ভিত্তিতে কথা বলেছি। তারা উল্টো আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’