হেলিকপ্টারে চড়ে আচরণবিধি লঙ্ঘন, বিএনএম প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টারে চড়ে নির্বাচনি এলাকায় সভা করার দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী জামাল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জামাল রানা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনএম’র প্রার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) বিকালে জামাল রানা হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের মিতালী ফুটবল খেলার মাঠে নামেন। এ সময় তার কর্মী-সমর্থকরা জড়ো হয়ে তাকে অভ্যর্থনা জানান এবং গলায় ফুলেল মালা পড়ান। পরে তিনি কোড্ডা রেললাইন এলাকায় নিজের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কোড্ডা এলাকায় ভুঁইয়া বাড়িতে এলাকার লোকজনের সঙ্গে সভা করেন। সভায় এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জামাল রানা সদর উপজেলার কোড্ডা গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। পরে দলবদল করে বিএনএম থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন।

নির্বাচনি আচরণবিধির ৮ (গ) ধারায় যানবাহন ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধে বলা হয়েছে, নির্বাচনি প্রচারকার্যে হেলিকপ্টার বা অন্য কোনও আকাশযান ব্যবহার করা যাবে না। তবে দলীয় প্রধানের যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে। কিন্তু যাতায়াতের সময় হেলিকপ্টার হতে লিফলেট, ব্যানার বা অন্য কোনও প্রচারসামগ্রী প্রদর্শন বা বিতরণ করা যাবে না।

এ ব্যাপারে বিএনএম’র প্রার্থী জামাল রানা বলেন, ‘আমার ভাই আলমগীর মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইতালি থেকে দেশে আসে। তাকে নিয়ে হেলিকপ্টারে এলাকায় আসি। সে হেলিকপ্টারে ভাড়া করেছে।’

এ ব্যাপারে নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, ‘আমরা ব্যবস্থা নিয়েছি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই প্রার্থী আর আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে অঙ্গীকারনামা দিয়েছেন।’