চমেক হাসপাতাল থেকে রোগী বাগানোর সঙ্গে জড়িত ২ জন গ্রেফতার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রোগী বাগানোর কাজে জড়িত দালাল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে হাসপাতালের পৃথক দুটি ওয়ার্ড থেকে এক নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সমতাজ বেগম (৫০) ও জাকির হোসেন(৩৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নূরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বেলা সাড়ে ১২টায় চমেক হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে সমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। অপরদিকে, দুপুর ২টায় হাসপাতালের তৃতীয়তলার ১৭ নম্বর কিডনি ওয়ার্ডের সামনে থেকে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গ্রেফতারকৃতরা চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বেসরকারি হাসপাতালে পাঠানোর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা এই পুলিশ কর্মকর্তা।