বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ

কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ায় ৪ ইটভাটাকে জরিমানা

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা সভায় স্থানীয় এমপি নির্দেশের লক্ষ্মীপুরের রায়পুরে চার ইটভাটার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়া এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করায় এ জরিমানা করা হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন এ অভিযান পরিচালনা করেন।

গত ১৯ জানুয়ারি বাংলা ট্রিবিউনে ‘রায়পুরের কৃষিজমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রশাসনের নজরে আসে। এরপরই অভিযান পরিচালনা করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন বলেন, ‘কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার বিষয়ে ১৯ জানুয়ারি বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর ২৩ জানুয়ারি দুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ও জেলা প্রশাসক মহোদয়ে নির্দেশনায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমির টপ সয়েল (উর্বর মাটি) কেটে নেওয়া ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করায় চার ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।’

উল্লেখ্য, প্রতিবছর শীতের সময়ে রায়পুরের চারটি ইটভাটার মালিক তাদের ভাটায় ইট প্রস্তুতের জন্য বিভিন্ন গ্রামের কৃষিজমি থেকে নেওয়া মাটি স্তূপ করে রাখেন। এতে একদিকে যেমন ক্ষতি হয় ফসলি জমিগুলোর অপরদিকে গ্রামীণ সড়কগুলোরও হয় বেহাল দশা।