ভাসানচরে দগ্ধ আরও ১ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছয় জনের মধ্যে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মুবাসসারা (৪)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হন। এর মধ্যে সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ওইদিনই আনার পথে রাসেল নামে তিন বছরের এক শিশু মারা যায়। বাকি ছয় জনকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। এরমধ্যে মুবাসসারা নামে চার বছরের শিশুটি আজ মারা গেছে। দুর্ঘটনায় শিশুটির শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বর্তমান এ দুর্ঘটনায় আহত পাঁচ জন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- রোসমিনা (৫), রবি আলম (৫), আমেনা খাতুন (২৪), সোহেল (৩) ও জোবায়দা (২২)। এর মধ্যে আমেনা খাতুন ছাড়া সবাই শ্বাসনালীতে দগ্ধ হয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছয় জনের মধ্যে মুবাসসারা নামে এক শিশু মারা গেছে। তার ৬০ শতাংশ বার্ন হয়েছিল।

এছাড়া চিকিৎসাধীন বাকি পাঁচ জনের মধ্যে- রোসমিনা ৫০, রবি আলম ৪৫, আমেনা খাতুন ৮, সোহেল ৫২ ও জোবায়দার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।