৬ টাকার লেবু ১২ টাকায় বিক্রি, দুই ব্যবসায়ীকে ৭০ হাজার জরিমানা

৬ টাকার লেবু ১২ টাকায় বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১১ মার্চ) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বেশি দামে লেবু বিক্রি করায় রিয়াজুদ্দিন বাজারের আড়তদার মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা এবং একই স্থানের মেসার্স মাগুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন অধিদফতরের সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

অধিদফতরের উপপরিচালক ফয়েজ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিন আগেও রিয়াজুদ্দিন বাজারের আড়তে প্রতি পিস লেবু বিক্রি হয় ৫ থেকে ৬ টাকায়। একই লেবু সোমবার বিক্রি করা হচ্ছিল ১২ টাকা থেকে ১৩ টাকায়। এমন খবরে রিয়াজুদ্দিন বাজারের লেবুর আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এর সত্যতা মেলে। বেশি দামে লেবু বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।’

এদিকে, চট্টগ্রামের বহদ্দারহাটসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতি জোড়া (২ পিস) লেবু বিক্রি করা হচ্ছে ২৫ টাকা থেকে ৩০ টাকায়।