কুমিলায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ৫ জন আহত

কুমিলায় চাঁদরাতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুই গ্রুপের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

রাত সাড়ে ১২টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

তিনি বলেন, দুই গ্রামের কিশোররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশে পুলিশ অবস্থান নিয়ে ২৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা দুই গ্রামেই অভিযান করছি আসামিদের ধরার জন্য। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে মুরাদনগর উত্তর ত্রিশ গ্রামের এক কিশোরকে থাপ্পড় দেয় বাখরনগর (ঠোল্লা গ্রাম) গ্রামের আরেক কিশোর। এ ঘটনাকে ঈদের আগের দিন বুধবার সন্ধ্যায় বাখরনগর গ্রামের ওই কিশোরকে ধাওয়া করে উত্তর ত্রিশ গ্রামের কিশোররা। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম না প্রকাশ করার শর্তে জানান, এ ঘটনায় তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্রেতারা ভয়ে যে যার মতো করে চলে গেছে। দফায় দফায় সংঘর্ষ হওয়ায় সব দোকানি দোকান বন্ধ রেখেছিল। গত বছরও চাঁদরাতে কলেজ সুপার মার্কেট ও আশপাশের মার্কেটগুলোয় হাজার হাজার ক্রেতা ছিল। এ সংঘর্ষের কারণে এ বছর ক্রেতাশূন্য।