অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে

বান্দরবানের রুমায় আনসার বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেফতার সদ‌্য ব‌হিষ্কৃত উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ও এক নারীসহ ৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আসামিরা হলেন রুমা উপজেলার মুনলাইপাড়া এলাকার লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম(৫৬), লাল পেকলিয়ান বম(৩২), ছাত্রলীগের সদ‌্য ব‌হিষ্কৃত সভাপতি ভান মুন নোয়াম বম (৩৩), লালমিন বম (৫০) এবং বান্দরবান সদর উপজেলার লাইমিপাড়ার মৃত সিয়াম ময় বমের ছেলে ভানবিয়াক লিয়ান বম (২৩)।

আদালতের জিআরও বিশ্বজিৎসিংহ জানান, রুমায় উপজেলা চত্বর ‌থে‌কে ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামি ও সন্ত্রাসবিরোধী আইনে একজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

অপরদিকে দলীয় গঠনতন্ত্রবিরোধী, শৃঙ্খলাপরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্নজনিত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সোমবার (২২ এপ্রিল) রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করেছে জেলা কমিটি।

উল্লেখ্য, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়াও এই ঘটনায় গ্রেফতার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।