পাঁচ পথচারীকে নিয়ে পুকুরে লরি, একজনের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ পথচারীকে নিয়ে পুকুরে পড়ে গেছে। এতে এক যুবক নিহত এবং চার জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর সড়কের মোড়ে বাটারফ্লাই পার্ক সংলগ্ন পুকুরে লরিটি পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আসাদুজ্জামান সানি (১৯)। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। আহত ইমরান হোসেন (৮), নুরুল আমিন (২১), তাসফিয়া আক্তার (২০) ও নুসরাত আক্তারকে (৩৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ পথচারীকে নিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় লরির নিচে চাপা পড়ে পানিতে এক যুবক নিখোঁজ হন। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, কনটেইনারবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ পথচারীকে নিয়ে পুকুরে পড়ে যায়। এতে লরির নিচে চাপা পড়ে চার জন আহত এবং একজন নিখোঁজ হন। স্থানীয়রা চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, আহত অবস্থায় চার জনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে আসাদুজ্জামান নামে আরও একজনকে আনলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মান্নান কুতুবি বাংলা ট্রিবিউনকে বলেন, লরি চাপায় পুকুরে পড়ে একজন নিখোঁজ হয়েছিল। তাকে উদ্ধারের পর হাসপাতালে পাঠালে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছি, আর কেউ নিখোঁজ হয়নি।