চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

চট্টগ্রাম মহানগরীতে পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার (১২ জুন) সকাল ১০টা ২০ মিনিটে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ রোডে গার্টেক্স গার্মেন্টস লিমিটেড নামে এ কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হারুন পাশা

স্থানীয় প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে গার্টেক্স গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানায় এবং গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুন লাগার পর কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। আগুন দেখতে হাজার হাজার উৎসুক লোকজনের ভিড় জমেছে। বেশি লোকজনের কারণে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে।’

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হারুন পাশা বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে পোশাক কারখানায় আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে।’