গরুর পিকআপ থেকে ককটেল ও অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওয়ান শুটারগান ও কার্তুজসহ রাসেল মিয়া (৪২) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

আটক রাসেল মিয়া নরসিংদী জেলা সদরের চিনিশপুর গ্রামের ফিরোজ মিয়া ছেলে। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিকে অস্ত্র উদ্ধার সম্পর্কে আশুগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকামুখী একটি পিকআপভ্যান পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক উল্টো দিকে ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে পিকআপ ভ্যানটিকে আটক করে। এ সময় পিকআপে থাকা ৪/৫ জন ব্যক্তি পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে সাতটি ককটেল, দুটি রাম দা, ছয়টি লোহার পাইপ, একটি বাটন মোবাইল ও তিনটি গরু উদ্ধার করে।

তিনি আরও জানান, ট্রাক রেখে পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকে পুলিশি টহল জোরদার করা হয়। পরে টোল প্লাজার সামনে দিয়ে ভাড়া করা মোটরসাইকেলযোগে ভৈরব যাওয়ার সময় রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান (পাইপগান) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রাসেল পালিয়ে যাওয়া পিকআপে ছিলেন বলে স্বীকার করেন। সে জানায়, ট্রাকে তিনিসহ আরও ৪/৫ জন ছিলেন। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশের ধারণা, পিকআপে থাকা ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হতে পারেন। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।