চট্টগ্রাম ওয়াসার ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ

চট্টগ্রাম ওয়াসার বিলের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  সোমবার (২০ জানুয়ারি) বিকালে তাদের নগরের চকবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে ওয়াসা কর্তৃপক্ষ।

দুই কর্মচারী হলেন- ওয়াসার ডাটা অ্যান্ট্রি অপারেটর আজমীর হোসেন ও মিঠুন দাশ। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে চকবাজার থানায় মামলার প্রস্তুতি চলছে। থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে থানায় সোপর্দ করেছে ওয়াসা কর্তৃপক্ষ। তারা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগে ওয়াসার দুই ডাটা অ্যান্ট্রি অপারেটরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আমরা এখন পর্যন্ত ২৪ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অনিয়ম পেয়েছি। এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তাও দেখছি। পাশাপাশি পুলিশকেও তদন্ত করে দেখতে বলেছি।’

ওয়াসা সূত্র জানিয়েছে, কিছু কিছু গ্রাহক সম্প্রতি অভিযোগ করেছেন তারা বিলের টাকা পরিশোধ করেছেন। তবে ওয়াসার অর্থ বিভাগ জানায় এসব টাকা জমা হয়নি। এরপর ওয়াসার কর্মকর্তারা তদন্ত করে দেখেন ২০১৯ সাল থেকে চক্রটি ওয়াসার গ্রাহকদের বিলের টাকা চুরি করে আসছিল। আটককৃতরা পানির বিলের টাকা আদায় করে তা ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও প্রকৃতপক্ষে জমা দেননি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার প্রশাসক আনোয়ার পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অর্থ আত্মসাতের বিষয়ে দুজনকে চকবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা ওয়াসায় বড় ধরনের আর্থিক অনিয়ম করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানা যাবে তারা কত টাকা আত্মসাৎ করেছেন।’