বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসিচব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই-আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন- আগামী একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে।’
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘জুলাই আন্দোলনের খুনের ঘটনায় শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত, তাকে এ দায় নিতে হবে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি। তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে।’
তিনি বলেন, ‘মসনদ টিকবে না জেনেই শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন। দলের নেতাকর্মীদের কথা চিন্তা করেননি; তিনি চিন্তা করেছেন শুধু তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়ে ও পরিবারের লোকজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।’
মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা যুবলীগকে ‘‘হাতুড়ি লীগ’’ বানিয়েছেন, ছাত্রলীগকে ‘‘হেলমেট লীগ’’ বানিয়েছেন। তিনি তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমার দেশের দামাল ছেলেদের বুকে গুলি করার নির্দেশ দিয়েছেন। তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। গুম-খুনের জন্য তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এই কথা শুধু আমাদের নয়, আন্তর্জাতিকভাবে জাতিসংঘের রিপোর্টেও উল্লেখ করা হয়েছে।’
খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির আফজালুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারি কামরুজ্জামান সোহেল।