নির্মাণাধীন ভবনের নিচ থেকে ৬টি মর্টার শেল উদ্ধার

চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ১টার দিকে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ওসি রমিজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্মাণাধীন একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় ছয়টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার মর্টার শেলগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরোনো। বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’