চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ২৫ জনসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চান্দগাঁও থানার আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন বলেন, রবিবার (১০ মে) সকাল থেকে সোমবার (১২ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামি এক, ডাকাতির প্রস্তুতি মামলায় দুই, ইয়াবা মামলায় দুই ও সিএমপি অধ্যাদেশ ৮৮ ধারায় দুই জনকে গ্রেফতার করা হয়।