গাজীপুরে অটোরিকশাচালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

 

গাজীপুরগাজীপুরে সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় দেন। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও পেনাল কোডের ৩৭৯ ধারায় আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রিপন (৩২)। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার গড়বাড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও গ্রামের রতন ভুঁইয়ার ছেলে পারভেজ ভুইঁয়া (২৮)সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ১৪ জুন সন্ধ্যায় শিবপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বের হওয়ার পর তিনি অটোরিকশাসহ নিখোঁজ হন। পরদিন সকালে কাপাসিয়া উপজেলার চরনিলক্ষী গ্রামের একটি কলাবাগানে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ১৭ জুন নিহতের চাচা কিরন ভুইঁয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় অটোরিকশার যাত্রী শিবপুর এলাকার রমজান, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম হোসেনকে আসামি করা হয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার তৎকালীন পরিদর্শক জসিম উদ্দিন ওই পাঁচজনসহ রিপন ও সাদ্দাম নামে আরও দুইকে অভিযুক্ত করে আদালতে চার্জশি দেন। ১২জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত ওই রায় দেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।

আরও পড়ুন:
স্বচ্ছল স্বজনদের দলে ভেড়ায় নব্য জেএমবি

/বিটি/