চাঁদার দাবিতে সাব-রেজিস্ট্রারকে পেটালেন আ.লীগ নেতা

জামালপুরজামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে সাব-রেজিস্ট্রারকে মাথায় পিস্তল ঠেকিয়ে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফারহান জাহেদী সফেনের বিরুদ্ধে। বুধবার দুপুরে মেলান্দহ সাব-রেজিস্টার অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে আওয়ামী লীগ নেতা, সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন মেলান্দহ সাব-রেজিস্টার অফিসে গিয়ে সাব রেজিস্টার নূর আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সফেন সাব-রেজিস্টার নূর আলমকে বেদম মারধর করেন। এ সময় তাকে বাঁচাতে গেলে দলিল লেখক শাহীনুর ইসলাম ও বাবুল হাসানকেও মারধর করেন আওয়ামী লীগ নেতা সফেন।

এ ব্যাপারে জানতে সাব-রেজিস্টার নূর আলমের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাব-রেজিস্টার নূর আলম  বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম বলেন, মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
চাঁদা চাইতে গিয়ে গণধোলাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা

/বিটি/