‘জঙ্গিরা’ আত্মসমর্পণে প্রস্তুত: র‌্যাব

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাওনরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেখানে আটকে পড়া ব্যক্তিরা আত্মসমর্পণ করতে রাজি আছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান রবিবার সকাল সোয়া ৯টার দিকে সাংবাদিকদের বলেন, ‘ভেতরে অবস্থানকারীদের সঙ্গে কথা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর। তারা আত্মসমর্পণ করতে প্রস্তুত। বাকি যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা করছি।  দ্রুতই সেই প্রক্রিয়াটা আমরা শুরু করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা সবদিক দিয়েই চেষ্টা করছি। যাতে এখানে সর্বোচ্চ নিরাপত্তাটাও থাকে। সবদিক থেকেই চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য। তাদের স্বজনদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এটা চেষ্টা করছি।’

ভেতরে কোনোকিছু পাওয়া গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন, ‘এটা এখন বলা সম্ভব না। তারা আত্মসমর্পণ করার পরে আমাদের বোম্ব ডিসপোজাল টিম সেখানে যাবে। সেখানে সার্চ করবে। কিছু পেলে আপনাদের তা জানানো হবে।’নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

মুফতি মাহমুদ খানের এই বিবৃতির কিছুক্ষণ আগেই সকাল ৯টার দিকে ওই বাড়িতে আটকে পড়া ব্যক্তিদের কয়েকজন আত্মীয়কে ভেতরে নিয়ে যাওয়া হয়। বাড়ির ভেতরে যারা আছেন তারা মোবাইল ফোনে বাইরের সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তারা কাছেই একটি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক।

শনিবার বিকাল ৪টার দিকে গাবতলী এলাকায় নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র‌্যাব-১১ এর একটি দল। এই অভিযানে সহায়তা করছে নরসিংদী জেলা পুলিশ। র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান শনিবার সন্ধ্যায় জানান, ওই বাড়িতে ৫ থেকে ৬ জন জঙ্গি অবস্থান করছে বলে তারা জানতে পেরেছেন। রাতে অভিযান ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় রবিবার দিনের আলোয় অভিযান চালানো হবে।

উল্লেখ্য,  বাড়ির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না।

ছবি: নাসিরুল ইসলাম।

/এফএস/ 

আরও পড়ুন-

নরসিংদীর জঙ্গি আস্তানায় আটকা পড়াদের দাবি তারা মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক (ভিডিও)

নরসিংদীর বাড়িটিতে অভিযান রবিবার সকালে

এবার নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদীর আস্তানায় অবস্থান করছে ৫/৬ ‘জঙ্গি’: র‌্যাব

মাদ্রাসা শিক্ষক পরিচয়ে নরসিংদীর বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহ উদ্দিন