না.গঞ্জে এসএমজি-রকেট লঞ্চারসহ বিপুল গোলাবারুদ উদ্ধার


না.গঞ্জে এম সিক্সটিন রাইফেল-রকেট লঞ্চারসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬২টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, বেশ কয়েকটি গ্রেনেড, ডেটোনেটর, বোমা তৈরির বিস্ফোরকসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জের পূর্বাঞ্চল উপশহরের ৫ নম্বর সেক্টরে এই অভিযান এখনও চলছে। অস্ত্র-ও গোলাবারুদের পরিমাণ আরও বাড়তে পারে। নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে পুলিশ এই অভিযান শুরু করে। পানির নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়। বিশেষ এই অভিযান এখনও অব্যাহত আছে। অস্ত্রের পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।না.গঞ্জে এম সিক্সটিন রাইফেল-রকেট লঞ্চারসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

পুলিশের কাউন্টার টেরোরিজম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নারায়ণগঞ্জে যাচ্ছেন বলেও জানা গেছে। পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক ঘটনাস্থলে পৌঁছার পর বিস্তারিত জানানো হবে।

 

না.গঞ্জে এম সিক্সটিন রাইফেল-রকেট লঞ্চারসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

/এফএস/   

আরও পড়ুন- 
বাজেটে ১২ চ্যালেঞ্জ

‘ধর্ষণের ঘটনা প্রমাণে সব তথ্য পেয়েছি’