ফরিদপুরে বজ্রাঘাতে ৭ জনের মৃত্যু

বজ্রাঘাতফরিদপুরে বজ্রাঘাতে সাত জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার গট্রি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বজ্রাঘাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়। এছাড়া সদর, চরভদ্রাসন ও বোয়ায়ালমারী উপজলায় চারজনের মৃত্যু হয়েছে।   

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভাবুকদিয়া গ্রামে বজ্রাঘাতে হেলেনা বেগম (৩৫) ও ছেলে হেলাল (১০) মারা গেছে। মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মিলন খান (৪০)নামে একজন মারা গেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া চরভদ্রাসন উপজলার চরহরিরামপুরে বজ্রাঘাতে কাজল বিশ্বাস (৩৭) নামে এক শ্রমিক মারা গেছেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। বৃষ্টির সময় কাজল বিশ্বাস পাট ক্ষেতে কাজ করছিলেন। এদিকে, একই সময় বজ্রপাতে সদর উপজলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট এলাকায় ওমর ফারুক (৪৫) নামে এক কৃষি শ্রমিক মারা যান। তার বাড়ি নাটোর জেলায়।

নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মাস্তাকুজ্জামান মাস্তাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জেলার বোয়ায়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের একটি মসজিদে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইমাম আওয়াল ফকির (৪০) ও মুসল্লি ফারুক মোল্যা (৩৫) মারা যান।

/বিএল/