টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশুসহ নারী আটক

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশুসহ এক নারী আটক (ছবি: সংবাদদাতা)টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশু সন্তানসহ এক মাকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আয়েশা (৪০), আরাফাত (৮) ও আকাশ (৪)।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় তিন রোহিঙ্গা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পরে আয়েশা নামের এক মহিলাসহ দুই শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক কথা বলছে। তারা রোহিঙ্গা কিনা তা যাচাইয়ের জন্য বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আটককৃত নারী আয়েশা জানান, তিন মাস আগে মিয়ানমার সেনাবাহিনী তার স্বামীকে গুলি করে হত্যা করে। এ আতঙ্কে তারা মিয়ানমার ত্যাগ করে এ দেশে ঢুকে চট্টগ্রামে অবস্থান করতে থাকেন। গত ১২ সেপ্টেম্বর ভান্ডার শরীফের কিছু ব্যক্তির সহযোগিতায় চট্টগ্রাম থেকে ট্রেনে করে টাঙ্গাইল আসেন তারা। গত সাতদিন ধরেই তারা এই রাবনা বাইপাস এলাকায় অবস্থান করছেন।

আরও পড়ুন- রোহিঙ্গারা দেশের অর্থনীতিতে সংকট তৈরি করবে