রঙ আর সাজসজ্জার কাজ চলছে মানিকগঞ্জের ৪৭০ পূজামণ্ডপে

 প্রতিমায় রঙ ও সাজসজ্জার কাজ চলছে শেষ মুহুর্তে প্রতিমায় রঙের আচড় দিতে ব্যস্ত মানিকগঞ্জে মৃৎ শিল্পীরা। এরই সঙ্গে চলছে সাজসজ্জা আর অলংকার পরানো। এবার জেলার সাতটি  উপজেলার ৪৭০টি পূজা মণ্ডপে পূজা হবে। গত বছরের চেয়ে এবার ১০টি মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস জানালেন,মানিকগঞ্জ সদর উপজেলায় ৯৫টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন চলছে। এর মধ্যে পৌরসভার ভেতরে রয়েছে ২৫টি। এবার শিবালয়ে ৭৮টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে। আর সবচেয়ে কম পূজা মণ্ডপে রয়েছে জেলার দৌলতপুর উপজেলায়। এখানকার পূজা মণ্ডপের সংখ্যা ৪১টি। সেখানকার পূজা উদযাপন কমিটি সভাপতি দিলীপ ফৌজদার এই তথ্য নিশ্চিত করেছেন।

Manikganj-PUja-PC-1
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,জেলার সিংগাইর উপজেলায় হচ্ছে ৬৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাটুরিয়া উপজেলায় ৬৭টি,শিবালয়ে ৭৮টি,ঘিওরে ৬০টি এবং হরিরামপুর উপজেলার ৬১টি মণ্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজার আয়োজন চলছে।
অসীম কুমার জানালেন, ২৬ সেপ্টেম্বর নৌকায় করে দেবী দুর্গার আগমন হবে। এছাড়া ৩০ সেপ্টেম্বর ঘোড়ায় চড়ে তিনি মর্ত্যলোক থেকে বিদায় নেবেন।