রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিরাজবাড়ীতে ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ চরমপন্থী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোতালেব প্রামাণিক (২৮)। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন মাওবাদী বলশেভিক অর্গানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) এর একজন সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের দাদশী ইউনিয়নের ঘিমটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বিষয়টি জানান। মোতালেব রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জানান, মোতালেব নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন মাওবাদী বলশেভিক অর্গানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) এর একজন সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে ঘিমটি বাজার থেকে ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ পুলিশ তাকে গ্রেফতার করে। মোতালেবের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- যেভাবে জঙ্গি হয়ে ওঠে মেহেদী