শ্রীপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুরগাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) সংলগ্ন ব্যবসায়ী মেহেদী হাসান খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ওই বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা।

ব্যবসায়ীর স্ত্রী তাহমিনা আক্তার জানান, কমপক্ষে ১০ জনের একদল লোক ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে তাদের দরজায় নক করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ভেতরে ঢুকে পিস্তল দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে। এরপর তিনিসহ দুই শিশু সন্তানের হাত ও মুখ বেঁধে একটি ঘরে আটকে রাখে। দুর্বৃত্তরা দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে বাইরে থেকে ঘরের দরজা আটকিয়ে চলে যায়।

গৃহকর্তা ব্যবসায়ী মেহেদী হাসান খোকন জানান, তার ছেলে প্রাইভেট পড়ে বাসায় ফিরে দরজা আটকানো দেখে ডাকাডাকি করে। পরে আশপাশের লোকজন ডেকে এনে বাইরে থেকে দরজা খুলে তাদের হাত, মুখের বাঁধন খুলে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

যেভাবে বন্ধ করা হচ্ছে ব্লু হোয়েল গেমের লিংক