সোনারগাঁয়ে ভুয়া ডাক্তারসহ ৬টি ফার্মেসির জরিমানা

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জানে আলম  নামে এক ভুয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৬টি ফার্মেসিকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা সরকারি কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমন এ আদালত পরিচালানা করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ওষুধ তদারককারী কর্মকর্তা ফখরুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমন জানান, সরকারি আইন অমান্য করে নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ভূঁইয়া ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা, বাবার দোয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসিকে ১ হাজার টাকা, অভি ফার্মেসিকে ১ হাজার টাকা, হুমাইয়া ফার্মেসিকে ১ হাজার টাকা ও জামান মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জামান ফার্মেসির থেকে জানে আলম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ কয়েকটি কোম্পানির ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, ভূঁইয়া ফার্মেসি থেকে গরু মোটা তাজা করণের ওসুধও  উদ্ধার করা হয়। এসব ফার্মেসির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 আরও পড়ুন: নড়াইলে নকল স্ট্যাম্পসহ দোকানি আটক