কালীগঞ্জে ওষুধ ব্যবসায়ীর কারাদণ্ড

কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স ছাড়া ওষুধের দোকান পরিচালনার অভিযোগে সোমবার এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তের নাম- সুজন সরকার (৪০)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার কাজৈর গ্রামের মৃত ইদ্রিস সরকারের ছেলে।  

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান জানান,গাজীপুরের কালীগঞ্জ বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে ‘সরকার ফার্মেসি’তে সোমবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।  এসময় লাইসেন্স বিহীন দোকানে ওষুধ সংরক্ষণসহ অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে দোকান মালিক সুজন সরকারকে আটক করা হয়। এসময় ৭০ হাজার টাকার অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। পরে আদালত ১৯৪০ সালের ওষুধ প্রশাসনের ১৮ (বি.সি.)/২৭ ধারা লঙঘনের অভিযোগে সুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠায়। এ সময় গাজীপুর জেলা ওষুধ প্রশাসনের সুপারেনটেনডেন্ট মো. অজিউল্লা, কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা মো. কাওসার হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আফজাল হোসেন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এসআই) আলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্থানীয়রা জানায়,গাজীপুরের কালীগঞ্জ বাজার এলাকার একটি দোকানের পেছনের অংশে প্রায় ১০ বছর আগে সুজনের বাবা ইদ্রিস সরকার ওষুধ বিক্রি করতেন। সুজন সামনের অংশে জুতা বিক্রি করতো। বাবার মৃত্যুর পর সুজন জুতার ব্যবসা গুটিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই ওষুধের ব্যবসা শুরু করে। তিন-চার বছরের মাথায় প্রাতিষ্ঠানিক কোনও শিক্ষা ছাড়া সুজন হয়ে যায় সর্ব রোগের চিকিৎসক। নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তিনি বিভিন্ন অপারেশনও  করতেন। তার ভুল চিকিৎসা ও প্রতারণার ফাঁদে পড়ে সুস্থ হওয়ার পরিবর্তে স্থানীয় অনেক রোগীই নানা ভোগান্তিতে পরে নিঃস্ব হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত চার মুসুল্লির দাফন সম্পন্ন