তথ্যপ্রযুক্তি আইন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে: মেনন

মেননসমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সরকার অনলাইন পোর্টালের জন্য একটি নীতিমালা তৈরী করছে। এ নীতিমালা অনুযায়ী গণমাধ্যম এগিয়ে যাবে। তথ্যপ্রযুক্তি আইন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে। যাতে কোনও ধরনের মত প্রকাশের ক্ষেত্রে বাধা না হয় তার জন্য সরকার কাজ করছে।’
মঙ্গলবার (১৩ মার্চ) সকালে ওসমানি পৌর স্টেডিয়ামে সমাজসেবা অধিদফতরের আওতাধীন ঢাকা বিভাগীয় প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নারায়নগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল প্রেস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মত প্রকাশের যে স্বাধীনতা দিয়েছে তা যদি ব্যবহার করতে পারি তাহলে গণমাধ্যম সামনের দিকে এগিয়ে যাবে।’
রাশেদ খান মেনন বলেন, ‘জাতিসংঘের আগামী ১৮ মার্চের সভায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। সেই উন্নয়নে সবাইকে অংশীদার করাই সরকারের প্রথম কাজ। টেকসই উন্নয়নের ক্ষেত্রে কাউকে পেছনে ফেলে নয় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সমাজ সেবা অধিদফতরের ঢাকা বিভাগীয় পরিচালক তপন কুমার সাহা, জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলসহ অনেকে।