বাবাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ট্রেনে কাটা

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল সাত বছরের শিশু লিজা। ট্রেন লাইনে আটকে যাওয়া বাবা মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পার করে দিলেও নিজে পার হতে পারেনি। ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে লিজা।

বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী রেল স্টেশনের দক্ষিণ পাশের সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজার বাড়ি কটিয়াদী উপজেলার চানপুর ইউনিয়নের মদিনাজপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি মানিকখালী রেল স্টেশনের কাছে সিগন্যাল অতিক্রম করার সময় হাসেন আলী নামে এক মোটরসাইকেল আরোহী ট্রেন লাইনের ওপর আটকা পরে। এ সময় লাইনের অপর পাশে থাকা তার সাত বছর বয়সের মেয়ে লিজা দৌড়ে এসে পেছন থেকে ধাক্কা দিয়ে বাবাকে পার করে দেয়। কিন্তু, বাবা রেললাইন অতিক্রম করতে পারলেও ততক্ষণে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিজার।