আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসমানিকগঞ্জ শহরে জ্যোতি প্যাকেজিং নামের একটি কারাখানায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ওই কারখানার দুটি চৌচালা টিনের ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
জ্যোতি প্যাকেজিং কারখানার মালিক রঞ্জিত কুমার সেন জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে তার কারখানা বন্ধ ছিল। দুপুরে কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে কারখানার মেশিপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে দুটি টিনের ঘর।