মাদারীপুর সদর ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি


মোবাইলফোন নম্বর ক্লোন করে চাদা দাবি (ছবি সংগৃহীত)মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইলফোন নম্বর ০১৭৩৩৩৫১৪২১ ক্লোন করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস তার ফেসবুক পেজে সকল শ্রেণি-পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখিছেন, ‘আমার অফিসিয়াল ০১৭৩৩৩৫১৪২১ নম্বরটি ক্লোন করে প্রতারকচক্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং মাধ্যমিক শিক্ষকদের কাছে টাকা দাবি করেছে। বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

এদিকে এ ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর মাদারীপুরের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সরকারি অফিসের কাজে ব্যবহৃত মোবাইল নম্বরও নিরাপদ না হওয়ায় অনেকে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘উপজেলা প্রশাসনের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি করার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, কিছুদিন আগে মাদারীপুরের জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করেও এই ধরনের চাঁদা দাবির ঘটনা ঘটেছিল।