কেরানীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দুমড়ে যাওয়া সিএনজি অটোরিকশাঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ ওই অটোরিকশার আরও দুজন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জিনজিরা-দোহার সড়কের শাক্তা ইউনিয়নের প্রহরীভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সুপচান মণ্ডল (৫০), বাড়ি কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বড় বাস্তা গ্রামে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুমড়ে যাওয়া সিএনজি অটোরিকশাকেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোহারের দিকে যাচ্ছিল। বাসটি প্রহরীভিটা এলাকায় পৌঁছালে রামের কান্দা থেকে জিনজিরাগামী একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সুপচান মণ্ডল নিহত হন। অটোর চালকসহ অপর তিন জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।