বেশি দাম রেখে ২০ হাজার টাকা জরিমানা দিলেন ব্যবসায়ী

ভ্রাম্যমাণ আদালত১৪০ টাকার চামচের সেট ২৫০ টাকা রেখে ২০ হাজার টাকা জরিমানা দিলেন এক ব্যবসায়ী। এক ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানিকগঞ্জ শহরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর ওই ব্যবসায়ীকে জরিমানা করেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) জেলা  শহরের  শহীদ রফিক সড়কে ইউরেকা ক্রোকারিজ নামের একটি দোকান থেকে ২৫০ টাকায় এক ডজন চামচ কেনেন নরেন্দ্র চন্দ্র বিশ্বাস।  পরে তিনি জানতে পারেন  ওই চামচের দাম ১৪০ টাকা। এরপর ওইদিনই তিনি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে অধিদফতরের কার্যালয়ে শুনানি করেন  সহকারী পরিচালক  আসাদুজ্জামান। এসময় দোকাদান আতাউর রহমান ও ভোক্তা নরেন্দ্র চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।  শুনানিতে অভিযুক্ত দোকানি অভিযোগের সত্যতা স্বীকার করেন। এসময় আসাদুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আসাদুজ্জামান বলেন,  ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী দোকানদারকে জরিমানা করা হয়। একই আইন অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে জরিমানার এক-চর্তুথাংশ ৫ হাজার টাকা দেওয়া হয়।