‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর

ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড়দ্বিতীয় পর্বের ইজতেমায় শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজে টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসল্লিদের ঢল নেমেছিল। আল্লাহু আকবর ধ্বনিত মুখর ছিল ইজতেমা ময়দান। জুমার নামাজের ইমামতি করেন মাওলানা মোশারফ।

জুমার নামাজে যোগ দিতে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। তিলধারণের ঠাঁই ছিল না ১৬০ একর জমির ওপর তৈরি করা বিশাল ছাউনির নিচে। বহু মসুল্লিকে রাস্তায় খবরের কাগজ ও পলিথিন বিছিয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছেন মুসল্লিরা বয়ানে আলেমরা বলেন, পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দিনের দাওয়াতের কাজে কঠিন মেহনত করতে হবে। ইমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না।

রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছেন মুসল্লিরা এক মসুল্লির মৃত্যু: পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশের উপ-কমিশনার মনজুর রহমান জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বার্ধক্যজনিত কারণে কাজী আলাউদ্দিন (৬৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জের লক্ষ্মীপুর (চাঁনপুর) এলাকায়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে তিনি  নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।