ইজতেমায় অংশ নিলেন সাকিব-মুশফিকরা

ইজতেমা ময়দানে সাকিব আল হাসান

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ অনেকে।  ইজতেমার মিডিয়া সমন্বয়কারী সায়েম জানান,  বাংলাদেশ ক্রিকেট টিমের বেশ কয়েকজন সদস্য শনিবার (১৮ জানুয়ারি) থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেন। বিপিএল-এর খেলা শেষ হওয়ার পর তারা ইজতেমায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিস।

জাতীয় ক্রিকেট টিমের সদস্য বিদেশিদের জন্য নির্ধারিত খিমায় অবস্থান করেন। সেখানে তারা ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও আলেম-ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোয়া নেন।

রবিবার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৫তম বিশ্ব ইজতেমা। এর আগে প্রথম পর্বের ইজতেমা শেষ হয় ১২ জানুয়ারি।

আরও পড়ুন:

 

পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথে ফিরে আসার আহ্বানে শেষ হলো বিশ্ব ইজতেমা

 
 

মাওলানা সা’দকে নিয়ে ৫৬তম ইজতেমা করতে চান অনুসারীরা