অবৈধ পানির কারখানা সিলগালা: দুজনের কারাদণ্ড

uno-4ঢাকার কেরানীগঞ্জে আগানগর এলাকায় তিনটি অবৈধ পানির কারখানা সিলগালা এবং দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে আনোয়ার হোসেন (৩৮) ও মনির হোসেন (৪৩)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার তিনটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত আনোয়ার হোসেনকে ১৫ দিন এবং মনির হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী শরীফ হোসেন খান জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নোংরা ও অপরিচ্ছন্ন নলকূপের পানি বোতলজাত করে রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল, অফিস আদালতে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ বলেন, ‘নোংরা পরিবেশে ট্যাবের পানি বোতলজাত করে তারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তারা বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। তাই তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।’