হটলাইনে ফোন করলেই পৌঁছে যাবে খাদ্য সামগ্রী

ত্রাণের জন্য প্রস্তুত করা হচ্ছে খাদ্য সামগ্রীনরসিংদী পৌর শহরের দরিদ্র, শ্রমজীবী ও ভাসমান ২০ হাজার মানুষের ঘরে ঘরে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন মেয়র কামরুজ্জামান। এছাড়া যেসব পরিবারে খাবারের সংকট রয়েছে কিন্তু বলতে বিব্রত বোধ করছেন তাদের জন্য খোলা হয়েছে দু’টি হটলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই অতি গোপনে মেয়রের লোকজন ওই বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।

পৌরমেয়র শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনা সংকটে পৌর এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোনও নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সেজন্য প্রাথমিকভাবে ২০ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। শুক্রবার রাত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হবে। এছাড়া দু’টি হটলাইন নম্বর (০১৯৪৬ ২৯৫৩৩৩, ০১৯৬২ ৫৩৮৩২৩) খোলা হয়েছে। খাদ্য সংকটে পড়া পৌর এলাকার যেকোনও মানুষ ফোন করলেই অতি গোপনে তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এককেজি পেঁয়াজ, এককেজি ডাল, এককেজি তেল, এক প্যাকেট লবণ ও একটি সাবান।

এছাড়া নরসিংদীর চিকিৎসকদের জন্য ২ হাজার পিপিইসহ সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।