৪৫০ কেজি সরকারি চাল জব্দ, ইউপি সদস্য আটক

মাদারীপুরমাদারীপুরের কালকিনি উপজেলায় ১০ টাকা কেজি দরের ১৫ বস্তা সরকারি  চাল জব্দ করা হয়েছে। বস্তাগুলোতে ৪৫০ কেজি চাল রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তম বিশ্বাস সরকারি ১০ টাকা কেজি দরের ১৫ বস্তা চাল আত্মসাতের জন্য তার বাড়ির পাশের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের বাড়িতে নিয়ে রাখেন। এই খবরে শনিবার (১১ এপ্রিল) রাতে স্থানীয়রা চাল রাখা বাড়িগুলো অবরুদ্ধ করেন এবং পুলিশকে খবর দেন। এছাড়াও তারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি বাড়ি থেকে ওই চাল উদ্ধার করে এবং ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করে। 

১৫ বস্তা চালের মধ্যে উত্তর শশিকর গ্রামের স্বপন বাড়ৈর বাড়ি থেকে ৮ বস্তা, উত্তর চলবল গ্রামের প্রকাশ বাড়ৈর বাড়ি থেকে ৩ বস্তা ও উত্তম সরকারের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভুতিভূষণ বাড়ৈ জানান, স্থানীয়দের কাছ থেকে চাল আত্মসাতের খবরটি পুলিশকে জানানো হলে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন।

ওসি জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রথমে ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মত, তিনটি বাড়ি থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আটক ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’