পদ্মায় ধরা পড়লো ২৮ কেজির পাঙ্গাশ

২৮ কেজির বিশাল আকৃতির পাঙ্গাশরাজবাড়ী জেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। সোমবার (৬ জুলাই) সকালে জেলে গুরু হলদারের জালে এটি ধরা পড়ে।

মাছটি গুরু হলদারের কাছ থেকে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮শ' টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এ সময় নদীর পাড়ে বিশাল আকৃতির মাছটিকে এক নজর দেখতে মানুষের ভিড় জমে।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, 'সোমবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদী অংশে গুরু হলদারের জালে পাঙ্গাশটি ধরা পড়ে। সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখা যায়, মাছটি ২৮ কেজি। পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে আমি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নিই। পরে এক হাজার ৪৫০ বা ১৫শ' টাকা কেজিতে বিক্রি করবো। এখন নদীতে পানি বেশি থাকায় মাঝে মাঝে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।'