রাজবাড়ীতে ১১ জেলের কারাদণ্ড

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞানিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ মাছ ধরার অপরাধে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে দুই জেলেকে আটক এবং ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭ কেজি ইলশ মাছ জব্দ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ২৪ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

পুনরায় সকাল ১১টা বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ জেলেকে আটক এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত ওই ৯ জনকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করে। সেই সঙ্গে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট ও মাছ এতিমখানায় প্রদানের নির্দেশ দেন।