X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: ফাওজুল কবির খান

জামালপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ২১:৪৬আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২১:৪৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনও কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যাতে এখানে থাকেন, এমন কাউকে নির্বাচিত করবেন। আশা করি, আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো।’

শুক্রবার (৪ জুলাই) বেলা ৩টার দিকে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে। ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থীর যারা পোলিং এজেন্ট তারা থাকতে পারবেন, ভোটের পরে সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। আমরা তো কোনও দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো।

জামালপুর-১ অনুসন্ধান কূপ নিয়ে তিনি বলেন, ‘এখানে গ্যাস ছিল, এটা আগে কেউ জানতো না। এখান ৫ এমএমসি গ্যাস পাওয়া গেছে। এই কূপ থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কুপ খনন করা হবে। কূপটি খনন করলে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে টু ডি, ত্রি ডি সার্ভেয়ার করে এটার সম্ভবতা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করবো। এখানে যে গ্যাস পাওয়া যাবে সেটা নষ্ট করবো না। এখানে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো। কূপের গ্যাস সরাসরি ব্যবহার করা যায় না। রিফাইন প্রসেস করতে হয়। যেহেতু এখানে বড় কোনও বিনিয়োগ হবে না, যদি বড় কোনও ডিপোজিট পাওয়া যায় তাহলে দেখা যাবে। এজন্য এখানে একটা মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো, সেটা থেকে গ্যাসটাকে প্রসেস করে এখানে স্থানীয়ভাবে শিল্প-কারখানায় কভার করবো।’

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাপেক্সর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোজাম্মেল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কূপ খনন এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উল্লেখ্য, ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া এলাকায় গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। পরে ২০১৪-১৫ অর্থবছরে সিসমিক উপাত্ত ও ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে হয়। বাপেক্স সেই উপাত্ত বিশ্লেষণ করে। কূপ খননে ১৬৮ কোটি টাকা ব্যয় ধরে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
আবারও কমলো এলপিজির দাম
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
সর্বশেষ খবর
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
চবিতে শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকার ঘিরে হট্টগোল, প্রশাসনিক ভবনে তালা
চবিতে শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকার ঘিরে হট্টগোল, প্রশাসনিক ভবনে তালা
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী