অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নূর হোসেনকে আরেকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এই আদেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, গত ২৮ এপ্রিল ৭ খুন মামলার আসামি নূর হোসেনসহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। নুর হোসেনের অন্য সহযোগীরা অস্ত্র জামা দিলেও নূর হোসেন তার অস্ত্রটি জমা না দিয়ে নিজের হেফাজতে রাখে। এই অস্ত্র উদ্ধারের জন্য ৫ মে নূর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্ত অস্ত্রটি পাওয়া যায়নি। পরবর্তীতে ওই বছরেরই ২ আগস্ট রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় একটি দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে নূর হোসেনের অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ছয় জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ করা হয়। পরে দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত নূর হোসেনকে যাবজ্জীবন করাদণ্ড প্রদান করেন।