জাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ২৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জেফরুল হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে সন্ধ্যায় আশুলিয়া থানায় অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। আমি নিজেই এই অভিযোগের বাদী হয়েছি।’ অভিযোগের নম্বর ৫৯ বলে উল্লেখ করেন এই নিরাপত্তা কর্মকর্তা।

আব্দুর রশিদ বলেন, ‘অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে অভিযোগটি এখন প্রক্রিয়াধীন আছে।’

প্রসঙ্গত, শুক্রবার ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় জাবি শিক্ষার্থীরা। এতে প্রায় ত্রিশ শিক্ষার্থী আহত হন। সেই পরিপ্রেক্ষিতে দুই দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

আরও খবর: জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৩৭