শেখ হাসিনা চারদিক থেকে বিপদে আছেন: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা চারদিক থেকে অত্যন্ত বিপদে আছেন। তার এই ১২ বছরে গুম, খুন,বিচার বহির্ভূত হত্যার কোনও শেষ নেই। একজন নারী প্রধানমন্ত্রী হয়েও এতো নারী নির্যাতন বিগত কোনও সময়ে হয়নি। এই সব কিছুর হিসাব তাকে দিতে হবে।

আড়াই যুগ পর রবিবার (১৪ মার্চ) সকালে অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী  বলেন, কথা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে হতে হবে লেখক মোস্তাকের মতো। সে একটি ব্যঙ্গ কার্টুন এঁকেছে, সেই কার্টুন আঁকার জন্য পুলিশি হেফাজতে তার ওপর অমানুষিক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেষ পর্যন্ত তার জীবনই চলে গেলো। সেই জীবন্ত ছেলেটি পায়জামা-পাঞ্জাবি পরে জেলে ঢুকলো আর সাদা কাফনের কাপড় পরে বের হলো । এগুলোর কি বিচার হবে না? শেখ হাসিনা মনে করছেন ভয় দেখিয়ে, অত্যাচার করে, ক্রসফায়ার করে এবং গুম করলেই মানুষ ভয় পেয়ে যাবে এবং রাস্তায় নামবে না।

নির্বাচিত নতুন কমিটি: সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ।

মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উত্তর সেওতা এলাকার বিএনপি নেতা অ্যাডভোকেট আজাদ হোসেন খানের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন।

দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সর্বশেষ ১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর এই জেলা থেকে দলটির মহাসচিব (প্রয়াত দেলোয়ার হোসেন) নির্বাচিত হলেও আর কোনও পূর্ণাঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এরপর দলের হাই কমান্ড থেকে আহ্ববায়ক কমিটি দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

রবিবারের সম্মেলন শেষে ভোটারদের সরাসরি ভোটে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা ৪৫ ভোটের মধ্যে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আতাউর রহমান আতা পেয়েছেন ৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র ১ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এসএ কবীর জিন্নাহ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেন। তিনি পেয়েছেন ১৯ ভোট।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,  বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোটেক আব্দুল হামিদ ডাবলু প্রমুখ।