জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের আঁকা চিত্র নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে। চিত্র প্রদর্শনী ছাড়াও বঙ্গবন্ধুকে লেখা শিক্ষার্থীদের উন্মুক্ত চিঠির প্রদর্শনীও হয়।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের নয়াগাঁয়ে অবস্থিত প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স কক্ষে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার। উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা সিভিল সার্জন ড. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামানের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকতে গেলে বা তাকে নিয়ে লিখতে গেলে শিক্ষার্থীদের মন ও মানসে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি সৃষ্টি হয়। আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা, বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করা।