পুলিশ পরিচয়ে ধর্ষণের পর হুমকির অভিযোগ, যুবক গ্রেফতার

পুলিশ পরিচয়ে ধর্ষণের অভিযোগে রবিন শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সে পুলিশ পরিচয় দিয়ে ধর্ষণ করে এবং সেসময়কার ঘটনা ক্যামেরাবন্দি করে। পরবর্তী সে ভুক্তভোগীকে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৭ এপ্রিল) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রবিন শেখকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুইটি মোবাইল, ধর্ষণের সময় ব্যবহৃত পুলিশের পোশাক পরিহিত ছবি উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দুই মাস আগে অভিযুক্ত রবিন শেখ ও অজ্ঞাত নামা চার পাঁচজন মিলে ভুক্তভোগীর বাসায় গিয়ে পুলিশ পরিচয় দেয়। এসময় ভিকটিমকে মিথ্যা মাদক মামলার ভয় দেখিয়ে তার বাসা থেকে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যায়। কিছুদিন আগে পুনরায় ভুক্তভোগীর বাসায় ঢুকে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে রবিন শেখ ওই তরুণীকে ধর্ষণ করে। এসময় আসামি ধর্ষণের ভিডিও চিত্র এবং ছবি তুলে রাখে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করে আসছিল। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী অভিযোগ জানালে, এ বিষয়ে তদন্ত শুরু করে র‌্যাব।

এসময় তিনি আরও জানান, পুলিশ পরিচয় দেয়া রবিন শেখ পুলিশের কোন সদস্য নয়। ভুয়া পুলিশ পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করে আসছিলো সে। পুলিশের ইউনিফর্ম পরিহিত তার বেশ কিছু ছবিও উদ্ধার করা হয়েছে। এসব ছবি বিশেষ একটি অ্যাপ’র মাধ্যমে এডিট করা।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভিকটিম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।