ফরিদপুরের ১৮ হাজার ৭৩০ জন পাননি দ্বিতীয় ডোজের টিকা

ফরিদপুরে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়া ৬৩ হাজার ৬৬৩ জনের মধ্যে ১৮ হাজার ৭৩০ জনের দ্বিতীয় ডোজের টিকা পাননি। এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ অনিশ্চয়তার কোনও কারণ নেই দাবি করে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেওযা হবে বলে জানিয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছীদ্দিকুর রহমান জানান, ভারত থেকে আনা কোভিড-১৯ প্রতিরোধক টিকার প্রথম ডোজ জেলার ৯ টি উপজেলার ৬৩ হাজার ৬৬৩ ব্যক্তিদের দেওয়া হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৩৪ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। সে অনুযায়ী জেলার ৯ টি উপজেলায় দ্বিতীয় ডোজের টিকা দেওয়া বাকি রয়েছে ১৮ হাজার ৭৩০ জন। তিনি আরও জানান, এখন আমাদের কাছে কোনও টিকা নেই। টিকা আনার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে চলে খুব দ্রুত চলে আসবে।

এ প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে চায়না থেকে টিকা আসা শুরু হয়েছে। এছাড়াও অন্য দেশ থেকেও টিকা আমদানির চেষ্টা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ টিকার আওতায় আনা হবে সবাইকেই। জেলা প্রশাসক আরও বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে টিকা প্রাপ্তির জন্য প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন দ্রুতই দেওয়া হবে। সে অনুযায়ী ফরিদপুর জেলায় অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় ডোজের টিকা পাওয়া যাবে। এ নিয়ে দুশ্চিন্তা না করার কথাও জানান তিনি।