৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনের কারাদণ্ড

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান ও ব্যবহারের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছয় জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযানকালে প্রায় ৮শ’ অবৈধ আবাসিকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ড প্রাপ্তের নাম শরিফুল ইসলাম (৩৫)। সে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার আবুল হোসেনের ছেলে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দিনব্যাপী গাজীপুর মহানগরের কুনিয়া পাছর, তারগাছ ও নাওজোর এলাকার ১০টি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে স্থানীয় ছয় জনকে দুই লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। তাদের মধ্যে অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা শরিফুল ইসলামকে (৩৫) অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠান আদালত।

অভিযানকালে প্রায় ৪শ’ বাসাবাড়ির ৮শ’ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত প্রায় দুই কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। অভিযানকালে চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধুচক্রের সদস্যরা বিভিন্ন বাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করেছিল। 

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ ও প্রকৌশলী মোশাররফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান ও মজিবুর রহমান, রাজস্ব উপশাখার সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিল।